মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে মিলাদ ও দোয়া


মতলব উত্তর ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গত শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম। সভা পরিচালনা করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, চাঁদপুর জজকোর্টের পিপি অ্যাড. আমান উল্লাহ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আবির হায়াত সিহাব, প্রভাষক নুরুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, অ্যাড. জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম মিলন, জামাল হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।