
গুজবে কান না দিয়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করুন
……অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
খেলার প্রথম পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নাছিরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ২-১ গোলে নাছিরারকান্দি সরকারি প্রাথমিক চ্যাম্পিয়ন হয়।
খেলার দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে গোলশূন্য খেলা শেষ হলে, খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন, সহকারী রেফারী ছিলেন ফরিদ উদ্দিন ও আশরাফুল আলম।
গতকাল রোববার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ধরনের খেলার আয়োজনের মাধ্যমে মতলবসহ সারা দেশে অগ্রণী ভূমিকা রাখবে। এসব খেলাধুলার মাধ্যমে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। তারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকা- থেকে যুব সমাজকে দূরে রাখে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন থাকে উৎফুল্ল। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, দেশে এক শ্রেণির মানুষ গুজব ছড়িয়ে যাচ্ছে। তাই কেউ গুজবে কান দিবেন না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ শাহাবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা যুবলীগ নেতা শাখাওযাত হোসেন গাজী, যুবলীগ নেতা রেফায়েত উল্লাহ দর্জি, কাজী হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা হাছান কাইয়ুম চৌধুরী, রতন ফরাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাতক একেএম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, অ্যাড. জসিম উদ্দিন, আশরাফুল আলম মিলন, মতলব ডিগ্রি কলেজ সাধারণ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস রহমত উল্লাহ চৌধুরী, এমপির সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, যুবলীগ নেতা নূরে আলম, লিয়াকত আলী বাদলসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীবৃন্দ।
পরে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
২৯ জুলাই, ২০১৯।