মনিরুল ইসলাম মনির
মন্ত্রী পরিষদের নির্দেশে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গাজী শরিফুল হাসান।
বিতরণের আগে সংক্ষিপ্ত সভায় করেন ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, বৃক্ষ ছাড়া পরিবেশ সুন্দর করা যায় না। একটি গাছ কাটা মানে একটা প্রাণ হত্যা করা। তাই মানুষের উচিত গাছ না কেটে বেশি বেশি গাছ রোপণ করে পরিবেশ রক্ষা করা। মানুষ, পশু, পাখি ও জীব বৈচিত্রের প্রাণ রক্ষা করা।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী-কোমলমতি শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট, ২০২১।