সরকার কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে : ত্রাণমন্ত্রী
মনিরুল ইসলাম মনির :
বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্যে সরকার সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করায় কৃষি ফলন উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকার ফসল বাড়ানোর জন্যে প্রণোদনা হিসেবে সার, বীজ ও কৃষি উপকরণসহ নগদ টাকা কৃষকের মাঝে বিতরণ করছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন কৃষিতে শৃঙ্খলা থাকে। বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। গতকাল শনিবার মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাসভবনে ২০১৭-১৮ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে যে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কৃষকের হাতের নাগালে সে সার পৌঁছে দিয়েছে।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচএম জাহাঙ্গীর আলম, সদস্য মিনহাজ উদ্দিন খান, মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক হোসেন মুরাদ প্রমুখ।
ত্রাণমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কৃৃষি প্রধান দেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের উন্নয়নে ব্যাপক গণমুখী কাজ করেছেন। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কৃষকের স্বার্থ রক্ষায় সারের দাম অর্ধেকে নামিয়ে আনেন। কৃষককে উৎসাহিত করার জন্যে কৃষি খাতে ভর্তুকির ব্যবস্থা করেন। কৃষকের উন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি কাজ করছে। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সরকার মনে করে কৃষি ও কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী হবে। তাই আগামীতে যেন আওয়ামীলীগ ক্ষমতা থাকতে পারে সেদিকে কৃষক ভাইদের নজর রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকা- ও কৃষকদের সুযোগ সুবিধার কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
এ বছর সরিষা ৩৫০জনকে, ভুট্টা ৭শ’ জনকে, বিটি বেগুন ৩জনকে ও গ্রীষ্মকালীন মুগ ৪২০ জনকে মোট ১৪৭৩ জনকে প্রণোদনা দেয়া হবে। এর আওতায় একজন চাষি ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। পাশাপাশি সরিষা চাষি ১ কেজি বীজ, ভুট্টা ২ কেজি বীজ ও গ্রীষ্মকালিন মুগ ৫ কেজি পাবেন।