মতলব উত্তর ব্যুরো
বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামে নারী কেন্দ্রে ২০ জন নারী পবিত্র কুরআনের ছবক গ্রহণ করে।
গতকাল বুুধবার দুপুরে ক্বারী নূরুল ইসলামের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রমের চাঁদপুর জেলা পরিচালক ক্বারী মাঈন উদ্দিন ইসলামাবাদীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাও. আলহাজ মাকবুল হোছাইন। এ কেন্দ্রের প্রশিক্ষক ক্বারীয়া আলহাজ ছালমা বেগম।
ক্বারী মাইন উদ্দিন ইসলামাবাদী বলেন, বিশুদ্ধ ইবাদত, কোরআনী চরিত্র, হালাল পথে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য অতি অল্প সময়ে অতি সহজে, আনন্দদায়ক পরিবেশে সর্বস্তরের মানুষের জন্য কোরআন শিক্ষার সুযোগ রয়েছে।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।