মতলব উত্তরে মরহুম অলি উল্লাহ সরকার স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতা মরহুম অলি উল্লাহ সরকারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথি বলেন, মরহুম অলি উল্লাহ সরকার ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। সদা হাস্যোজ্জ্বল এই ব্যক্তিটি জীবনভর সকল অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা উপেক্ষা করে আওয়ামী লীগের আন্দোলন-সংগ্র্রামে মাঠে ছিলেন। বিএনপি সরকারের জুলুম-নির্যাতন কখনো তাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠপ্রাণ হিসেবে কাজ করেছেন। তাঁর এ শূন্যতা কখনো পূরণ হবার নয়।
মরহুম অলি উল্লাহ সরকারের মতো একজন নিবেদিত প্রাণ হিসেবে সবাইকে দলের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন মরহুমের ভাই সালামত উল্লাহ সরকার, বড় ছেলে আবু জাফর সরকার ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উল্লাহ দর্জি, কমিউনিটিং পুলিশিং কমিটি নেতা আনিসুর রহমান।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী ও মাও. ইব্রাহিম হোসেন আনন্দপুরী।

৩০ জুলাই, ২০১৯।