মতলব উত্তরে মহিলা লীগের আয়োজনে পিঠা উৎসব

মতলব উত্তর ব্যুরো
মুজিব শতবর্ষ উপলক্ষে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশ, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।
মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আকতারের সভাপতিত্বে এবং মহিলা লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সরকার, মুখলেছুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, অ্যাড. সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, সদস্য কাজি হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা ফরাজী, রাজিয়া সুলতানা ও সালেহা বেগম।
পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, ভাপা, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, জামাই পিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠা। সকাল থেকে জমে ওঠা উৎসবে ভীড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২২ ডিসেম্বর, ২০২০।