মতলব উত্তরে মহিলা লীগের শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা

শেখ হাসিনা বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর
…….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, বিশ্বে উন্নত বাঙালি জাতি হিসেবে আমাদের যে গর্ব রয়েছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের জন্যই। জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বেশিবার বক্তব্য রেখে আবারও প্রমাণ করলেন তিনিই দেশের মানুষের একমাত্র বাতিঘর। একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করেন। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা করেন। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন তা সারাবিশ্বে প্রশংসা পেয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা আওয়ামী মহিলা লীগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
নুরুল আমিন রুহুল বলেন, জনগণের ভোটে বার-বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে সব থেকে বেশিবার দেশের প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনা। সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার মধ্য দিয়ে এ পর্যন্ত তিনি ১৭ বার বক্তব্য দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তা সর্বোচ্চ এবং এর মাধ্যমে বাঙালি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছেন।
তিনি আরও বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষকে একত্রিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার। মহিলা লীগ নেত্রী তাছলিমা আক্তার ও লাভলী আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন মহিলা লীগ নেত্রী লাবিন আক্তার, মহিলা লীগ নেত্রী ছালমা বেগম, আসমা বেগম, আসমা আক্তার, রূপা আক্তার, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি মুক্তা আক্তার, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন স্বপ্না, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী শান্তা আক্তার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী পারভিন বেগম, গজরা ইউনিয়ন মহিলা লীগ নেত্রী নার্গিস আক্তার, মোহনপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল হোসেন নাহিদ, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল আলম মিলন, টাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা হারিছ মাহমুদ দ্বীপন।
২৭ সেপ্টেম্বর, ২০২১।