মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে সেপ্টেম্বর মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল, সিনিয়র কনসালটেন্ট ডা. ইসমাঈল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান হাজি মুসাদ্দেক হোসেন মুরাদ, দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরীফ উল্লাহ সরকার, নূর মোহাম্মদ, আজমল হোসেন চৌধুরী, লোকমান হোসেন মুন্সি, সোবহান সরকার সুভাসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক জাতীয় সমস্যা, এটার রূপ এখন ভয়াবহ। মাদককে নিমূল করতে হলে এই দায়িত্ব আমাদের কেই নিতে হবে। শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলেই হবে না। আমরা নিজেরা সচেতন হয়ে পাড়া মহল্লার মাদকসেবী ও বিক্রেতাদের খুঁজে বের করতে হবে। আগে নিজেরা ঠিক হতে হবে তারপর প্রশাসনের উপর নির্ভর করতে হবে।
সভায় সদস্যরা উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্পের ব্যারাকে থাকা লোকজন মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত বলে জানান। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। এছাড়া অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পরামর্শ দেন।
সভায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পসহ উপজেলার বিভিন্ন খাল অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করে ব্যবহার উপযোগী করতে আহ্বান জানানো হয়। সড়কের উপর বাজার বসানোয় যান ও পথচারীদের চলাচল ব্যাহত হওয়ায় সড়ক থেকে দোকান অপসারণসহ বাজার মনিটরিং বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করার অনুরোধ জানানো হয়।
পল্লীবিদ্যুতের অবৈধ সাইড লাইন সংযোগ বিচ্ছিন্ন করা, একবারের অতিরিক্ত জরিমানা না নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়।