
মা ইলিশ রক্ষা করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখুন……………….শারমিন আক্তার
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নে মা ইলিশ সরক্ষণের লক্ষ্যে গণসচেতনতামূলক সভা ও শপথ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে দক্ষিণ বাহাদুরপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
তিনি বলেন, গতবছর মা ইলিশ রক্ষা হওয়ায় জেলেরা এবার তার ফল ভোগ করছেন। তিনি আশা করেন, আগামি ৩০ অক্টোবরের পর আবার যখন পুরোদমে মাছ ধরা শুরু হবে তখন জেলে এবং ব্যবসায়ী সবাই বেশি লাভবান হবেন। এতে মৎস্যখাতের অর্জিত অর্থ দিয়ে দেশ আরো সমৃদ্ধ হবে।
ইউএনও শারমিন আক্তার বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। আমরা বিশ্বাস করি, ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ শুধু প্রথমই থাকবে না, উৎপাদন দিন দিন আরও বাড়বে। জাটকা আহরণে বিরত অতিদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার মৎস্য আহরণে নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে।
ইউএনও আরো বলেন, মা ইলিশ রক্ষা করতে ২২ দিন কোন জেলে নদীতে নামবেন না। আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে গেলে আইন প্রয়োগ করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে জাটকা নিধন। চলতি অর্থবছর শেষে প্রায় সাড়ে ৫ লাখ টন ইলিশ উৎপাদনের টার্গেট রয়েছে। আমরা বিশ্বাস করি, মা ইলিশ রক্ষার মধ্য দিয়ে ইলিশ উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাবুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির হোসেন মৃধা।
আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, মতলব উত্তর টেলিভিশন ফোরামের সভাপতি এইচএম ফারুক, থানার সেকেন্ড অফিসার এসআই ইসমাইল হোসেন, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুব আলম মিয়াজী, সহ-সভাপতি খোরশেদ ঢালী, সামসুদ্দীন মিজি, সাধারণ সম্পাদক আমিন কবিরাজ।
সভায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় আগামি ২২ দিন নদীতে মাছ না ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকারি প্রশাসনের অঙ্গীকার করেন জেলেরা। এসব সমাবেশে বিপুলসংখ্যক জেলে ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
০৮ অক্টোবর, ২০১৯।