মতলব উত্তরে মেঘনা নদীতে দু’লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তরের মোহনপুর এলাকার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দু’লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে সুন্দরবন-১১ ও স্বর্ণদ্বীপ-৮ নামের দুই লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। ভয়ে কিছু যাত্রী নদীতে ঝাঁপ দিলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। শুধু স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সুন্দরবন ১১ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ৫ শতাধিক যাত্রী নিয়ে আমাদের লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে। মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চের তেমন ক্ষতি হয়নি। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ভয়ে কিছু যাত্রী নদীতে ঝাঁপ দিলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। শুধু স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে মিতালী-৪ লঞ্চ ঘটনাস্থলে হাজির হয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়। এরপর উভয় লঞ্চ নিজ গন্তব্যপথে যাত্রা করে।
সুন্দরবন-১১ লঞ্চের এক যাত্রী বলেন, কুয়াশার কারণে লঞ্চ দুটি মুখোমুখি ধাক্কা লাগে। স্বর্ণদীপ লঞ্চের মাথা সুন্দরবন-১১ এর নিচে ঢুকে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। পরে মিতালী-৪ নামের লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে স্বর্ণদ্বীপকে উদ্ধার করে।