মতলব উত্তরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগানে ১৭-২৩ জুলাই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে মতলব উত্তর উপলজেলা মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক শারমিন আক্তার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ, একেএম গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা, আরাফাত আল-আমিন, কামরুজ্জামান হারুন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম খোকন, শফিক রানা, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় মৎস্য বিষয়ক আলোচনায় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ইউএনও শারমিন আক্তার। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ও মৎস্য উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া উপস্থিত সাংবাদিকরা মৎস্য বিষয়ক আলোচনা করেন ও মৎস্য উন্নয়নে মতামত ব্যক্ত করেন।

১৮ জুলাই, ২০১৯।