মাহ্ফুজ মল্লিক
মতলব উত্তর উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে বাদল মোল্লা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষিতা মেয়েটির বাড়ি ওই উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে। তার মা বেশ কয়েক বছর আগে বিদেশে চলে যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করেন। এরপর থেকে তিনি সৎ মায়ের সঙ্গে বসবাস করে আসছেন। তার নানার বাড়িও দক্ষিণ গাজীপুর গ্রামে। বাদল মোল্লার বাড়িও একই গ্রামে। বাদল আওলাদ হোসেন মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে বাদল মোল্লা বিভিন্নভাবে ওই মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২২ এপ্রিল রাত ৯টায় নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছলে বাদল মোল্লা ও তার সহযোগী মুক্তার হোসেন মোল্লা (৩৩) যুবতীর পথরোধ করেন। পরে মুখে রুমাল চেপে যুবতীকে সেখানকার একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন বাদল। ঘটনাটির ভিডিও করেন মুক্তার হোসেন মোল্লা। বিষয়টি কারো কাছে প্রকাশ করলে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন বাদল ও মুক্তার।
বাড়িতে এসে ওই যুবতী তার সৎ মা ও বাবার কাছে ঘটনাটি জানালেও তারা বিষয়টি আমলে নেননি। ঘটনার পর থেকে বাদল ও মুুক্তার নানাভাবে হুমকি দেয়ায় বিষয়টি অনেক দিন ধরে চেপে যান ওই তরুণী। ৮-১০ দিন আগে মেয়েটি নিজ বাড়ি থেকে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আসেন।
পরে গত সোমবার দুপুরে ঐ যুবতী মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবিবের কার্যালয়ে আসেন এবং এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে এএসপি মতলব উত্তর থানাকে বাদল ও মুক্তারকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। সোমবার রাত আটটায় ওই থানার পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বাদল ও মুক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই থানায় মামলা হয়।
ওসি মো. মিজানুর রহমান বলেন, বাদলকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএসপি মো. আহসান হাবিব বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি যাতে ন্যায়বিচার পায় সেজন্য সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে যুবতী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
Post navigation

