মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ হোসেন তপাদারের জানাযায় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলসহ সর্বস্তরের মানুষের ঢল ছিল। গতকাল রোববার সকাল ১১টায় মোহনপুর বালুর মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা সদরুল আমিন।
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শনিবার দুপুর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়। সাথে সাথে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী শরীফ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমানসহ সর্বস্তরের নেতা-কর্মী ও মুসল্লিরা।
জানাযার আগে মো. নুরুল আমিন রুহুল এমপি বলেন, আমজাদ হোসেন তপাদার যুবলীগের একনিষ্ঠ কর্মী ছিল। তিনি অত্যন্ত মিশুক মানুষ ছিলেন। পরিশ্রমী সমাজসেবীও ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
১৫ জুলাই, ২০১৯।