মতলব উত্তরে শিশুর রহস্যজনক মৃত্যু

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামদাশপুর গ্রামে শিশু মুন্নার (১২) রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। নিহত মুন্না রামদাশপুর গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।
নিহতের বাবা আবু বকর হাওলাদার জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরে শিশু মুন্না অসুস্থ হয়ে পড়লে স্থানীয় নতুনবাজারে ডা. সুলতানের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। মুন্না ‘মৃগী রোগে’ আক্রান্ত ছিল।
মতলব উত্তর থানা পুলিশ মৃত্যুর সংবাদ পেয়ে উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ দেখে সন্দেহ হলে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া ও উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

১৫ জুলাই, ২০১৯।