মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সুফী দরবারের প্রতিষ্ঠাতা সুফী সাধু শাহ্জাহান সরকার সাদুল্লাপুরীর ৩ দিনব্যাপী প্রথম ওফাত দিবস (২৪ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। ৩ দিনব্যাপী (২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর) বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই ওফাত দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা গ্রহণ করেছে আয়োজক কমিটি। অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, আলোচনা সভা ও দেশবরেণ্য বাউল শিল্পীদের নিয়ে বাউল গান।
প্রথম দিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান ও তৃতীয় (সমাপনী) দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদুস।
আয়োজক কমিটির সভাপতি, সুফী দরবারের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নাসির উদ্দিন সরকার জানান, ১ম দিনে বাউল গান পরিবেশন করবেন রুমা সরকার ও জালাল সরকার, ২য় দিনে আকলিমা বেগম ও রজ্জব দেওয়া এবং ৩য় দিনে লতিফ সরকার ও আবুল সরকারসহ দেশের আরো বরেণ্য শিল্পীরা উপস্থিত থাকবেন ও গান পরিবেশন করবেন। তাছাড়া বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান আব্দুস সোবহান সরকারও উপস্থিত থাকবেন।
২৫ সেপ্টেম্বর, ২০১৯।