শাহাদাত হোসেন শান্ত
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদন্ড দেয়া হয় আটক জেলেদের।
গতকাল বুধবার সকালে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন এখলাছপুর লঞ্চঘাটের দক্ষিণে অভিযান চালিয়ে জেলে উপজেলার বোরোচর এলাকার রাশেদ মোল্লা (৫০), মো. আলাউদ্দিন (৪০) ও ইউনুছ আলী (৭০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা ইলিশ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিষ ঘোষ নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানান, ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরায় ৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ৩ জেলের কারাদন্ড
Post navigation
