মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ ৯০০ গ্রাম গাঁজাসহ ৩ জন ও পৃথকভাবে ২টি মাদক মামলা রুজুসহ জিআর ওয়ারেন্ট মূলে ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ১ জনসহ ৬ জন আসামিকে আটক করেছে।
থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল সরজমিনে নেতৃত্বে ও দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোবারক আলী মতলব উত্তর থানাধীন রাড়ীকান্দি টেক্সারের সামনে রাঢ়ীকান্দি ব্রিজের উপর হইতে মাদক ব্যবসায়ী মো. জিয়াউর রহমান জুয়েল (৩৫), পিতা- মো. হান্নান সরকার, সাং- আমুয়াকান্দি (সরকার বাড়ী), থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে ৬০০ গ্রাম গাঁজাসহ গত ১২ জুলাই ১৫.১৫ মিনিটের সময় গ্রেফতার করেন।
অপরদিকে এসআই মো. ইমাম উদ্দীন মতলব উত্তর থানাধীন বেলতলী বাজার সংলগ্ন হযরত জালাল শাহ মাজারের সামনে বটগাছের নিচে হইতে মাদক ব্যবসায়ী মো. সোহাগ (৩৮), পিতা- মৃত জহিরুল ইসলাম, সাং- ফুলতলী (হাজী হামিদ আলী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, এ/পি সাং- বেলতলী বাজারের পশ্চিম পাশে, মোহন পাগলার বাড়ী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর। মো. খলিল উল্যাহ (৪৫), পিতা- মো. সেরাজুল ছৈয়াল, সাং- দশআনী (ছৈয়াল বাড়ী), ১নং ওয়ার্ড, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে ৩০০ গ্রাম গাঁজাসহ ১২ জুলাই ১৮.৩০ মিনিটের সময় গ্রেফতার করেন।
এছাড়া এএসআই মো. শাহাদাৎ হোসেন ও এএসআই মো. দুলাল হোসেনদ্বয় মতলব উত্তর থানার নন এফআইআর নং- ৫৯/২০, ননজিআর- ৪৭/২০, প্রসেস নং- ২১১৯/২০, ২১১৬/২০ মূলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নবীর হোসেন(৩২), পিতা- আব্দুর গফুর। সাহিদা বেগম (৫৮), স্বামী- আব্দুর রহিম, উভয় সাং- চর লক্ষীপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
এসআই মোবারক আলী গত ১২ জুলাই রাত ৩.৩০ ঘটিকার সময় ছেংগারচর পৌরসভাস্থ মারিয়া হাসপাতালের সামনে রাস্তার উপর হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক মো. আল আমিন (৩৫)পিতা- মৃত আ. ছাত্তার বেপারী, সাং- ঠাকুরচর (বেপারী বাড়ী) ৪নং ওয়ার্ড, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিলে পূর্ণ তৎপরতায় অভিযান অব্যাহত আছে।
১৪ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ৩ মাদক কারবারিসহ আটক ৬