মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদ থেকে ছেংগারচর বাজার সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। ছেংগারচর পৌরসভার অর্থায়নে ২.৫ কিলোমিটার রাস্তা ১ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ১২ ফুট রাস্তা প্রশস্ত করে ১৬ ফুট করার জন্য ইতোমধ্যেই মেসার্স আন্না এন্টারপ্রাইজ বাস্তবায়ন করছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঠিকাদার আবদুল মান্নান বেপারী এ কাজ শুরু করেন।
আলমগীর হোসেন মোল্লা বলেন, এ রাস্তা দিয়ে ছেংগারচর পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের লোকজন উপজেলা, থানায় প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। এ রাস্তার করুণ হাল ছিল। প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে দেখে ভালো লাগছে। এ রাস্তাটি প্রশস্ত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু বলেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল বেশি এ রাস্তার কারণে। এ রাস্তাটি প্রশস্ত হলে এ দুর্ভোগ থেকে তারা রেহাই পাবে।
ঠিকাদার আবদুল মান্নান বেপারী জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থা থাকায় যাত্রী, পথচারীদের দুর্ভোগ হয়েছে। এ দুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষ এ অর্থবছর ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্দিষ্ট সময়েই এ কাজ শেষ করতে পারব।
১০ জুলাই, ২০১৯।