মতলব দক্ষিণ ব্যুরো
মতলব ক্যামব্রিয়ান স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডি.এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপদেষ্টা রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য।
এ সময় স্কুলের সব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব ক্যামব্রিয়ান স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা