মতলব জেবি সরকারি পাইলট উবিতে মিলাদ

মাহফুজ মল্লিক
২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল দশটায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং শিক্ষক জাবেদ হোসেন, আলামিন ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, ফারুক আহমেদ বাদল, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোয়াজ্জেম হোসেন মজুমদার, মো. সাইফুদ্দিন প্রমুখ।
মানপত্র পাঠ করেন নাহিদুল ইসলাম নাবিল, পরীক্ষার্থী বাঁধন, আব্দুল্লাহ, দশম শ্রেণির ছাত্র আলিম খান নাইম ও তাহমিদ হাসান। পবিত্র কোরআন তিলওয়াত করেন ধর্মীয় শিক্ষক আবুল আারাকাত ও গীতা পাঠ করেন শিক্ষক রিংকু রানী সাহা।

১০ নভেম্বর, ২০২১।