মতলব দক্ষিণে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মো. আবদুল্লাহ (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার উত্তর নলুয়া গ্রামে বাবুরহাট-পেন্নাই সড়কে দুর্ঘটনাটি ঘটে। আজ বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।
পরিবার ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন ওই কলেজছাত্র। বাড়ির পাশে বাবুরহাট-পেন্নাই সড়কে হাঁটা অবস্থায় একটি যাত্রীবাহী অটোরিকশা পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মাথা ও বুকে রক্তাক্ত জখম হয়। ভেঙে যায় একটি পা। তার চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন এবং সেখান থেকে উদ্ধার করে তারা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় পৌঁছলে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহর বন্ধু নুরে আলম বলেন, আবদুল্লাহ অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি এমএ শেষ বর্ষের ছাত্র ছিল।
আব্দুল্লাহ’র মৃত্যুর খবর চাউর হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার শিক্ষক ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

০৫ আগস্ট, ২০২১।