মতলব দক্ষিণে আনসার-ভিডিপির বার্ষিক সমাবেশ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাশিষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এএসএম আজিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুর শিশু একাডেমির পরিচালক কাউসার আহমেদ, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির অফিসার ইমন দাস গুপ্ত, নারায়ণপপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মুক্তার হোসেন, মতলব প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, আনসার ও ভিডিপির নারায়ণপুর ইউপির দল নেতা মো. কবির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক নূরুল ইসলাম কাউসার।
সমাবেশে আনসার ও ভিডিপির উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনে অবদান রাখায় ৮ জন আনসারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।