মতলব দক্ষিণে আনসার-ভিডিপির গুজব বিরোধী মতবিনিময় সভা


মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় ছেলেধরা ও গলাকাটাসহ বিভিন্ন গুজব রোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার উপজেলা বিভিন্ন ইউনিয়নে ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতার লক্ষ্যে গুজব বিরোধী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুজব রোধে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তারের সভাপতিত্বে এবং আনসার-ভিডিপির নারায়ণপুর ইউনিয়নের দলনেতা কবির আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাকিব উল মাওলা ও শিক্ষক মিনার আহম্মেদসহ আনসার-ভিডিপির কয়েকজন সদস্য।
বক্তারা বলেন, গুজবের কারণে অনেক সাধারণ মানুষ গণপিটুনির শিকার হচ্ছেন। এসব রোধে স্থানীয় লোকজনকে সচেতন করতেই এ সভার আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং আনসার ও ভিডিপির বিভিন্ন ইউনিয়ন দলনেতারা উপস্থিত ছিলেন।

৩১ জুলাই, ২০১৯।