বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
মতলব দক্ষিণ ব্যুরো
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। এছাড়া দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।