মতলব দক্ষিণে এক চিকিৎসক ৩ বছর অনুপস্থিত!

এক মাসের ছুটি নিয়ে

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় খাদেরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এক চিকিৎসা কর্মকর্তা এক মাসের ছুটি নিয়ে তিন বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। এতে চিকিৎসা-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় লোকজন। তিনি হলেন সহকারী সার্জন মার্জিয়ানা রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই চিকিৎসা কর্মকর্তা ২০১৩ সালে ওই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সহকারী সার্জন পদে যোগদান করেন। এরপর ২০১৫ সালের ১ জুলাই থেকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
খাদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল প্রধান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকায় এলাকাবাসী সরকারি চিকিৎসা পাচ্ছেন না। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, তিনি এক মাসের ছুটি নিয়ে তিন বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিষয়টি বহুবার চাঁদপুর সিভিল সার্জনকে জানানো হয়েছে। তাঁর পদ খালি না হওয়ায় সেখানে নতুন কোনো চিকিৎসক নিয়োগ করাও যাচ্ছে না। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাইদুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন। ওই চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।