মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে সন্তোষ জনক ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের ৩টি বিভাগে ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
তারা হলেন- শাওরিন আলম শিমু, সায়েমা ইসলাম রাকা, সুমাইয়া আক্তার, মাহমুদা আক্তার মীম ও সোহানুর রহমান সোহান।
এছাড়া মানবিক বিভাগ থেকে ১৬ জনের মধ্যে পাস করেছে ১৬ জন এবং ব্যবসায়ী শিক্ষায় ৮৪ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই পাস করেছে। বিগত বছরের ন্যায় এবারও শতভাগ পাস করায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন নিয়মিত পাঠ দান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগীতা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আলমগীর আমিন ঢালীর সঠিক দিক নিদের্শনা ও পরামর্শের কারণে বিগত বছরের ন্যায় এবারও আশানুরুপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
