মতলব দক্ষিণে কৃমিনাশক সপ্তাহ উদ্বোধন

মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গত ৪ নভেম্বর জাতীয় কৃমিনাশক সপ্তাহ উদ্বোধন করা হয়। কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মো. মাকছুদুল হক বাবলু, মতলব স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল ভট্টচার্য্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ছোবহান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, কোষাধ্যক্ষ মোস্তফা কাদরী, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রোটাঃ মাহফুজ মল্লিকসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিশুদের কৃমি ট্যাবলেট খাওয়ানো হয়।