মতলব দক্ষিণে গরিব-দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও ত্রাণ বিতরণ


মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় গরিব ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন ও ফাতেমা আক্তার।
ইউএনও’র কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮ জন গরিব, অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া ১৫০ ব্যক্তিকে চাল, ডাল, লবণ ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।