মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. আবু জাহের ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আল আজাদ প্রমুখ।