মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এবং মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিয়ষের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ (১৭-২৩ জুলাই) সফল ও স্বার্থক করার জন্য সাংবাদিকদের প্রচার ও প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহ্ফুজ মল্লিক।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ জুলাই, ২০১৯।