মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির প্রতিপাদ্য বিষয় ছিল বাড়ি, শিক্ষা, প্রতিষ্ঠানসহ সব দপ্তরের চারপাশ, ঝোপঝাড়, নর্দমা, ড্রেন পরিস্কার রাখুন এবং ডেঙ্গু প্রতিরোধ করুন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রধান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
০৭ আগস্ট, ২০১৯।