মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে আটক করেছে। আটকরা হচ্ছে মুকবুল হোসেন (২৭) ও লীল মিয়া (৫৫)।
জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বহরী গ্রাম এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকবুল হোসেনকে আটক করে থানার এএসআই শামিম। এছাড়া একই দিনে উত্তর দিঘলদী গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. লীল মিয়াকে আটক করেছে মতলব দক্ষিণ থানার এসআই তপন চন্দ্র দাস।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মুকবুল হোসেন ও অপর সাজাপ্রাপ্ত আসামি লীল মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। গতকাল সোমবার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।