মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধকমূলক উপকরণ হিসেবে স্থানীয় জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়। বুধবার (২ মার্চ) দুপুর ২টায় উপজেলা মৎস্য কার্যালয়ের চত্বরে এসব ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফ সিদ্দিকী ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।
ইউএনও ফাহমিদা হক বলেন, বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫ জন জেলের মাঝে ছাগলগুলো বিতরণ করা হয়।
০৩ মার্চ, ২০২২।
