মতলব দক্ষিণে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মহিবুল্লাহ, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাসির আহমেদ, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সভায় আগামি ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সেবা সপ্তাহে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী ক্যাম্পের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া মাতৃত্বকালীন, মাতৃত্বের পূর্ব এবং মাতৃত্বের পরবর্তী সময় করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিকসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।