মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মো. সিয়াম (৩) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের জিসান আহম্মেদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসতঘরের সামনের উঠানে কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল সিয়াম। খেলতে খেলতে আচমকা তার বাড়িসংলগ্ন একটি পুকুরের পানিতে পড়ে ডবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা গতকাল বিকেল সাড়ে ৫টায় ওই পুকুরে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
২৩ জুলাই, ২০১৯।