মতলব দক্ষিণে পুলিশের সচেতনতামূলক পথসভা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মাদক, জঙ্গিবাদ, সামাজিক অবক্ষয় এবং গলাকাটা ও ছেলেধরা গুজব রোধে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে উপজেলার মতলব সেতুর উত্তর পাশে সভাটি অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা সমিতির নেতা আবদুল হান্নান, সোবহান মিয়া, কামাল ফরাজী প্রমুখ।
ওসি এ কে এম এস ইকবাল বলেন, মাদক, জঙ্গিবাদ, সামাজিক অবক্ষয় এবং গলাকাটা ও ছেলেধরা গুজব রোধে স্থানীয় জনগণকে সচেতন করতেই ওই পথসভার আয়োজন করা হয়। আরও বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে এ জাতীয় পথসভার আয়োজন করা হবে।

১৫ জুলাই, ২০১৯।