মতলব দক্ষিণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল


শিক্ষার্থীদের বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবনাদর্শ জানাতে হবে
…..অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, এ প্রজন্মের কোমলমতি ছেলে-মেয়েদের বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবনী ও তার আদর্শ জানাতে হবে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিস আয়োজিত স্থানীয় নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে কম-বেশি জানি। কিন্তু বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামের পিছনে যে মহীয়সী নারী তাঁর সহধর্মিণী বেগম ফজালাতুন্নেসা মুজিব সারা জীবন অবদান রেখেছেন সে সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। সে সময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তৎকালীন ছাত্রনেতাদের ছায়ার মত আশ্রয় দিয়ে রেখেছিলেন এ বঙ্গমাতা। একজন আদর্শ মাতা হিসেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সন্তানদের তিনি গড়ে তুলেছেন।
এছাড়া এমপি মতলবের মাদক সম্পর্কে হুঁশিয়ারী দিয়ে বলেন, আগে যারা অফিসে বসেও মাদক ব্যবসা ও সেবন করেছেন তাদের স্থান মতলবের মাটিতে হবে না। এসব কর্মকা-ের সাথে যারা এখনো জড়িত সে যতো বড় মাপের নেতা’ই হোক না কেন কোনো ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ম্যাসেজটিও শিক্ষকদের মাধ্যমে জানানো হয়। মতলবের উন্নয়ন অগ্রযাত্রাকে যেন কোন অপশক্তি বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা।
আলোচনা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানারআপ মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজালাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন পূর্ব বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানারআপ দক্ষিণ খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের হাতে পুরস্কার (ট্রফি) প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন-জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা তানভীর হাসান, সেলিনা বেগম, শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিমসহ শিক্ষক-শিক্ষিকা ও সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ।

২৪ আগস্ট, ২০১৯।