মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, কেক কাটা ও ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মতলব প্রেসক্লাবে র‌্যালি, আলোচনা, কেককাটা ও ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। নির্বাহী, আইন ও বিচার বিভাগের পরই সংবাদপত্রের ভূমিকা। এজন্য সংবাদপত্র এবং সংবাদকর্মী পরস্পর সহায়ক, সু-সমন্বয়ের মাধ্যমে জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসিম। চাঁদপুর অঞ্চলে ইলশেপাড় পত্রিকাটি এ দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের সাংবাদিকতার ইথিক্স মেনে কাজটি করতে হবে। পত্রিকার নিউজ পলিসি, হাউস টেকনিক এবং বস্তুনিষ্ঠতা যাচাই করার স্কেল সম্পর্কে জেনে সংবাদ পরিবেশন করেন।
প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খান বলেন, যদিও সংবাদপত্রকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভও বলা হয় তবে সেটি একটি ভিন্ন বিষয়- যা আমরা আশা করি না। কখনো কখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত তৈরী করে রাষ্ট্রকে নিয়ন্ত্রণের ফলে পত্রিকাকে পঞ্চম পক্ষ বিবেচনা করা হয়, সেটি সংবাদমাধ্যমের একটি ভিন্নরুপ। পত্রিকার বিজ্ঞাপন গ্যাপ না রেখে যদি নিউজ গ্যাপ রাখা যায় তাহলে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে।
মতলব প্রেসক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক মতলব কণ্ঠের সম্পাদক ও প্রকাশক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে এবং দৈনিক ইলশেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু ও মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমির খসরু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাই টিভির প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম হাজরা।
আলোচনা শেষে উপজেলা ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ৫ জনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। ইউনিয়নে সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদানের জন্য চেয়ারম্যানদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত চেয়ারম্যানরা হলেন- নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ আল-মামুন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ্ প্রধান ও উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা মিয়া।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম অতিথি ও ইলশেপাড় পরিবারের সদস্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে উৎসবে আনন্দে পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং সবাইকে কেক খাওয়ানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাও. মো. মোজাম্মেল হক। এদিকে কেককাটা, আলোচনা ও চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন, সমকাল মতলব প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ইঞ্জিনিয়র মো. কামরুল ইসলাম, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, ইলশেপাড়ের ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসাইন, সাপ্তাহিক আজকের মতলবের স্টাফ রিপোর্টার মো. লোকমান হোসেন হাবীব, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক মতলবের জনপদের বিশেষ প্রতিনিধি মোশারফ তালুকদার, সাপ্তাহিক দিবাকণ্ঠের স্টাফ রিপোর্টার ইব্রাহিম খান জুয়েল।

৩ জুলাই, ২০১৯।