
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদ্যাপন কমিটির আহ্বায়ক ফাহমিদা হকের নেতৃত্বে উদ্যাপন কমিটি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠন, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ থানা পুলিশ, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি, জাতীয়পার্টি, মতলব ডিগ্রি কলেজ, রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, সুবর্ণ স্কুল, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকাল সাড়ে ৭টায় কেন্দ্রিয় শহীদ মিনার থেকে প্রভাত ফেরি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোচনা উপ-কমিটির আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান রেজাউল করিম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।