মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
দিবসের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা উদযাপন কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মতলব দক্ষিণ থানা পুলিশ, মতলব প্রেসক্লাব, মতলব সরকারি ডিগ্রি কলেজ সহ মতলবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।
আলোচনার আগে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী শুরু হওয়া মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। মেলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা মৎস্য অফিস, উপজেলা মহিলা বিষয়ক ও তথ্য সেবা কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও মতলব দক্ষিণ থানা পুলিশসহ প্রায় ২১টি স্টল স্থান পেয়েছে।

২০ মার্চ, ২০২২।