মতলব দক্ষিণে যুবলীগের বর্ধিত সভা

সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
………………..নুরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, অতীত ভুলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিধি ও গঠনতন্ত্র মোতাবেক দলের জন্য কাজ করেন আপনি একদিন মূল্যায়িত হবেন। গত শুক্রবার মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত দলীয় বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতে আপনারা কিছুই পাননি এবং সঠিকভাবে আপনাদের মূল্যায়ন করা হয়নি। ইনশাআল্লাহ, কথা দিচ্ছি টাকা পয়সা দিতে পারি বা না পারি ¯েœহ, মায়া-মমতা আর ভালোবাসা দিতে পারবো। এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য ওই এলাকার নেতা-কর্মীদের সাথে পরামর্শ করে কাজ করা হবে।
ছেলে ধরার বিষয়ে তিনি বলেন, এটি একটি গুজব ঘটনা। একটি মহল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার করছে। ঐ ব্যাপারে দলীয় নেতা-কর্মীরা সতর্কতার সাথে সাধারণ মানুষদের বুঝাবেন। গুজবে যেন কেউ কান না দেয়। যারা এসব অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম কুমার ষোষ, আল-এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, দেওয়ান পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটয়ারী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সদস্য আনিসুর রহমান আনু, সোহেল সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার নিলয়, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যগ্ম আহ্বায়ক জহির খান, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম কাজী মান্নান, মিজান ঢালী, নারায়নপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহ আলম, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বারেক কাজী, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক কবির বকাউল।

১৫ জুলাই, ২০১৯।