মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণে জাতীয় ৪৭তম স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম খান, মতলব দারুল উলুম ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. নুরুল ইসলাম সরকার। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন মতলব দারুল উলুম ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, মতলব দক্ষিণে জাতীয় ৪৭তম স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু’টি জোনে অনুষ্ঠিত হচ্ছে। মতলব নিউ হোস্টেল মাঠে ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে।
- Home
- প্রথম পাতা
- মতলব দক্ষিণে স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন