স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় মো. সালমান মোল্লা (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৯টায় মতলব দক্ষিণ উপজেলা স্টিলের ব্রিজের উত্তর পাশে বরন্দাজ বাড়ির সামনে।
আহত সালমান মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোষাইর দিঘিরপাড়ে বাসিন্দা হারুন মোল্লার ছেলে। সালমান মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করে।
সালমান মোল্লার মামা শাহাদাত গাজী ও সালমান মোল্লা জানান, ২ সপ্তাহ আগে মতলব দক্ষিণ উপজেলা আড়ং বাজার মসজিদের পাশে বালুর মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। ঐ খেলায় আয়োজক কাউছার, জাকির, মোবারক, কাউছার চৌধুরীর সাথে সালমান মোল্লার তর্ক ও হাতাহাতি হয়। এ ঘটনায় ওয়ার্ড কমিশনার বসে সালমান মোল্লার কাছে থেকে জরিমানা আদায় করে।
জানা যায়, সালমান মোল্লা মেসার্স সেলিম গাজী স্টিল হাউজের ম্যানেজার। সে গতকাল শনিবার রাতে ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে বাড়ির যায়ার জন্য রওয়ানা হয়। স্টিলের ব্রিজের উত্তর পাশে বরন্দাজ বাড়ির সামনে কয়েকটি সিএনজি যোগে সামনে এসে পথগতিরোধ করে। পরে কাউছার, হাবিব গাজী, এবায়েদুল্লাহ, সোহেল, জাকির, মোতালেব, মোবারকসহ ২০/৩০ জন লোক নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলায় সালমান মোল্লার ডান কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা সালমান মোল্লার সাথে থাকা দোকানের ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা বলে যায় তোর সাথের এবং পরিবারের যতজনকে পাবো মেরে ফেলবো।
স্থানীয়রা ডাক-চিৎকার শুনে সালমান মোল্লাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানায়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে হামলায় যুবক গুরুতর আহত