মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় চারটি বিষয়কে লালকার্ড দেখালো ছাত্র-ছাত্রীরা। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যেগে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালকার্ড দেখান।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডকে লালকার্ড দেখিয়ে বর্জনের ঘোষণা দেয়। এসব সামাজিক অপরাধে নিজেকে সম্পৃক্ত না করার এবং অন্যকে করতে না দেয়ারও শপথ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ইউএনও মো. শাহিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন।
এই কর্মসূচির পর গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে লালকার্ড দেয়া হয়। এসব লালকার্ড উঁচিয়ে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতাকে বর্জনের ঘোষণা দেয়। এসব কর্মকাণ্ড না করার শপথও নেয় তারা। তাদের শপথবাক্য পাঠ করান ইউএনও মো. শাহিদুল ইসলাম। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. কবির হোসেনসহ বিভিন্ন বিষয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণের ইউএনও মো. শাহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য গ্রহণ ও বাল্য বিবাহের ফলে অনেক কিশোর-কিশোরীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাদের নিয়ে বিপাকে পড়েন বাবা-মারা। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেক বেড়ে গেছে। এসব বন্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। এসব কর্মকাণ্ড রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যাবশ্যক।
২৩ জুলাই, ২০১৯।