মতলব দক্ষিণ উপজেলা আ.লীগ সহ-সভাপতির স্ত্রী’র ইন্তেকাল


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিমের স্ত্রী রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……………রাজেউন)। গত শনিবার রাত ৮টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা বেগম। তিনি মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউ পরিবার কল্যাণ সহকারী পদে চাকরি করতেন। তিনি দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পালিত কন্যা সন্তান রেখে গেছেন।
গতকাল রোববার বেলা ১১টায় রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইমদাদুল হক, বর্তমান প্রিন্সিপাল মো. সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব সূর্যমূখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. ওয়াহিদুজ্জামান অহিদ মৃধা, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বাদল ও মরহুমার স্বামী দেওয়ান মো. রেজাউল করিম।
জানাযায় ইমামতি করেন চরমুকুন্দি মৃধা বাড়ি জামে মসজিদের খতিব মাও. ফারুক হোসেন। জানাযা শেষে মরহুমার লাশ চরমুকুন্দি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২৯ জুলাই, ২০১৯।