মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিক্সা চালক সমবায় সমিতির পরিচিতি সভা ও সংবর্ধনা


মোজাম্মেল প্রধান হাসিব
মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিক্সা চালক সমবায় সমিতির ২০১৯ সালের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল বিকেল ৩টায় নারায়ণপুর বাস স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. শাহজাহান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান।
খাদেরগাঁও ইউনিয়ন তরুণ লীগের আহ্বায়ক মো. মাসুদ প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারক (শেখ শাহীন), খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মোজাম্মেল হক মিয়াজী, মো. সুরুজ প্রধান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মামুন প্রধান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. শরীফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিদের।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা মজুমদার, মো. সোহেল প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিপন তালুকদার, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম, মতলব সিএনজি সমিতির সভাপতি মো. শাহপরান মিয়াজী, নায়েরগাঁও সিএনজি সমিতির সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. শহীন উল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।