বেতন ভাতা ও পেনশন পাওয়ার দাবিতে
মতলব দক্ষিণ ব্যুরো :
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন পাওয়ার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে মতলব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কর্মচারী এসোসিয়েশন মতলব পৌরসভার উদ্যোগে গতকাল সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসোসিয়েশনের সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ক্যাশিয়ার হারুন পাটোয়ারী, সদস্য শাহাদাত হোসেন, সদস্য রুবিনাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।