মতলব মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৯টায় বিজয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় দীপ্ত বাংলা পাদদশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধার সন্তান কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদ উল¬াহ সায়েদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, মো. নূরে আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভুতী ভূষণ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, প্যানেল মেয়র-২ কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহীম খলিল, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাটওয়ারী, আনোয়ারুল হক বাদল খন্দকার, আরিফুল ইসলাম, স্বদেশ রঞ্জন মাস্টারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দীপ্ত বাংলা পাদদশে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন উদযাপন কমিটি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ নেতৃবৃন্দ।