মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের পুরস্কার বিতরণ ও আনন্দ উৎসব


মাহ্ফুজ মল্লিক
মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি তার বক্তব্যে বলেন, নারী শিক্ষা বিস্তারে এ কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ গিয়াস উদ্দিন প্রতিষ্ঠানটি করে মতলবকে আলোকিত করেছেন তা মানুষ চিরদিন স্মরণ করবেন। সুন্দর ও মনোরম পরিবেশে এ বিদ্যাপিঠটি হওয়ায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে এসে মেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে। এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য যেকোনো প্রকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাসান আহম্মেদের সভাপতিত্বে এবং সদস্য দেওয়ান মো. রেজাউল করীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, মতলব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আল আজাদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. এস ইকবাল, কলেজ গভর্নিং বডির সদস্য হাসান ইমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আফরুজা খাতুন, ইসলামিক ইতিহাসের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার লিজা।
আলোচনা শেষে অতিথিদের কলেজের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক ও গভর্নিং বডির সদস্যবৃন্দ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কলেজের দাতা সদস্য কামরুল ইসলাম বাবুকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। অপরদিকে কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।